Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বসন্ত উৎসব

dav

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফাল্গুন) সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ বসন্ত উৎসব পালিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ পরিচালক শাহ আব্দুল সাদী, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার তহামিনা খাতুন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, আমরা দেখছি অনেক ঋতু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। ছয়টি ঋতুর সবগুলো এখন আর বোঝা যায় না। কিন্তু বসন্ত যখন আসে প্রকৃতি সাজে নতুনসাজে।

dav

অনুষ্ঠান শেষে সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ পরিচালক শাহ আব্দুল সাদী ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার তহামিনা খাতুনের উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

sdr

প্রসঙ্গত, আগামী দুদিন শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ইভেন্ট উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version