ফেব্রুয়ারি ১৩, ২০১৯
সাতক্ষীরায় বসন্ত উৎসব
![]() ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ![]() dav অনুষ্ঠান শেষে সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ পরিচালক শাহ আব্দুল সাদী ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার তহামিনা খাতুনের উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ![]() sdr প্রসঙ্গত, আগামী দুদিন শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ইভেন্ট উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়। 5,716,509 total views, 1,527 views today |
|
|
|