Site icon suprovatsatkhira.com

‘সমাপ্ত জীবনের, অসমাপ্ত কল্পনা’

পড়ন্ত বেলায় সবুজের বুকে মায়া জাগ্রত জারুলের ফুলগুলো বিকেলের শেষ আলোয় যেন উজ্জল হয়ে উঠেছে। দৃষ্টি নন্দন সেই চিত্র থেকে চোখ ফেরানো দায়। এমন সুন্দর সোনালী বিকেল কার না ভালো লাগে। অপূর্ব গোধুলীর শেষ রঙটুকুও আপন আলোয় দিশেহারা। হয়তো বিকেলের শেষ আলোটুকু এখনই হারিয়ে যাবে। আধারে মিলিয়ে যাবে পুরো দিগন্ত। অনবরত হেটে চললাম। প্রতিদিনের মতো বন্ধুদের আড্ডায় মিলিয়ে যাব। একটু একটু করে শেষ আলোও হারালো তার রূপ। আধারে মিশে অনবরত হাটছি আমি। উদ্দেশ্যহীন পথের শেষ কোথায় তা জানা নেই।
প্রতিদিনের মতো মাঠে এসে হাজির। আমি ও আরো অনেকে। অপেক্ষার প্রহর শেষ, আড্ডার আসরে এলোমেলো গল্পে সাজানো। গল্পে আড্ডায় সন্ধ্যা গড়িয়ে রাত।
সময় কেটে যাচ্ছে। এখন আর গল্পে আড্ডায় গড়িয়ে দেওয়া হয়না রাত। ও হ্যাঁ, আমি তো বড় হয়ে গেছি। এখন আমাকে ভাবতে হবে কি করে জীবনকে গড়তে হবে বাস্তবের সাথে। কত দিন, কত রাত চলে যায়। স্মৃতিগুলো আটকে ধরে শুধু ফিরে যেতে ইচ্ছে হয়। কিন্তু না, তা সম্ভব নয়। এমনি ভাবেই হয়তো একদিন জীবনের চাকা থেমে যাবে। কিছুদিন হয়তো সকলে মনে করে অনেক কাঁদবে, আবার ভুলে যাবে। কারও হয়তো স্মৃতি হয়ে থাকবো। তবুও তো সবার জীবন চলতে থাকবে এবং চলতেই থাকবে।
লেখক: শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version