ক্রীড়া প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সফটরক প্রিমিয়ার লীগে দ্বিতীয় সেমিফাইনালে গণমুখী সংঘের বিপক্ষে ৫ উইকেটে জয়লাভ করেছে টাউন স্পোর্টিং ক্লাব। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি গণমুখী ব্যাটসম্যানরা। শুরু থেকেই উইকেট তুলতে থাকেন শামিম। তার নৈপূণ্য বোলিংয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় গণমুখী সংঘ। টাউন স্পোর্টিংয়ের পক্ষে ৭টি উইকেট শিকার করেন শামীম। জবাবে ছোট পুজি তাড়া করতে নেমে বেগ পেতে হয় ব্যাটসম্যানদের। ২২.৩ ওভার ক্রিজে থেকে ৫ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় টাউন স্পোর্টিং ক্লাব। এরই সাথে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে তারা। টাউন স্পোর্টিংয়ের হয়ে ৩১ রান করেন নাসির হোসেন। আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ফাইনালে ইউনাইটেডের মুখোমুখি হবে টাউন স্পোর্টিং ক্লাব।
সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগ: গণমুখীকে হারিয়ে ফাইনালে টাউন স্পোর্টিং ক্লাব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/