ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী গণসংযোগ করেছেন।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও জণ সাধারনের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি। গণ সংযোগকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি আকবার আলী সরদার, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, আমিনুর ইসলাম মন্টু, আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক ওমর ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।