জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরের ভুরুলিয়ায় দুই দিনব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ভূরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ ও নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ওয়াশ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিবার পকিল্পনা অফিসার মো. শাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড ম্যানেজার রবাটসন সরকার, ওয়াশ অফিসার জিয়াউর রহমান, হামিদুর ইসলাম, ওয়াশ অর্গানাইজার ফতেমা খাতুন, রেমা মারিতা সাহা, শারমিন নাহার প্রমুখ। স্বল্প মূল্যে ওয়াশ উপকরণের পরিচিতি, নিরাপদ পানি ও স্থানীয় ওয়াশ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ করার লক্ষ্যে মেলাটি আয়োজন করা হয়েছে।
5,686,327 total views, 1,246 views today