ফেব্রুয়ারি ১৩, ২০১৯
শ্যামনগরে গভীর নলকূপের পরিচর্যা কমিটির প্রশিক্ষণ
![]() রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক স্থাপিত গভীর নলকূপের পরিচর্যা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) শ্যামনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, আটুলিয়া ও পদ্মপুকর ইউনিয়নে সারাদিন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএস এ আইডির অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের মাধ্যমে ইউনিয়নগুলোতে এ প্রশিক্ষণের আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত ওয়াশ অর্গানাইজার গোবিন্দ বিশ্বাস ও শারমিন নাহারের পরিচালনায় ২দিন প্রশিক্ষণে বক্তব্য রাখেন শ্যামনগর উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ওয়াশ অফিসার জিয়াউর রহমান, কৈখালী জয়াখালী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শাহীন আলম, রমজাননগর ইউনিয়নের এম মান্নান সহ- কৈখালী মোহাজেরীন প্রাথমিক বিদ্যালয় কক্ষে ২দিনের প্রশিক্ষণে শিশু সুরক্ষা দুর্নীতি দমন, স্যানিটেশনের ধারণা ও উপাদান মল মূত্র থেকে রোগ জীবাণু বিস্তারের মাধ্যমে প্রতিরোধ ও নলকূপ মেরামত যন্ত্রপাতি পরিচিতি ও প্রয়োজনীয়তা, এসব যন্ত্রপাতি কোথায় পাওয়া যায়? নিরাপদ পানি কি? নিরাপদ পানির ব্যবহার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 5,726,428 total views, 3,888 views today |
|
|
|