Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের ইউএনওর বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা দেখতে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় তিনি ক্লিনিক বন্ধ দেখতে পান। সেখানে কর্মরত সিএইচসিপি অনুপ মন্ডল ছিলেন না। পরে নূরনগর ইউনিয়নের কুলতলীরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন ক্লিনিকটির নির্মাণ কাজ প্রায় ৩ মাস বন্ধ আছে। তিনি এসময় সংশ্লিষ্ট

ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। পাশ্ববর্তী একজনের বাড়িতে অস্থায়ীভাবে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান করা হচ্ছে জানতে পেরে তিনি সেখানে যান। তবে সেখানের সিএইচসিপি বিকাশ চন্দ্রকেও পাননি। ক্লিনিক বন্ধ বিষয়ে সিএইচসিপি অনুপের সাথে কথা হলে তিনি বলেন, আমি ১টার সময়ে আমার একটি কাজে ক্লিনিক বন্ধ করে বাইরে ছিলাম। একই কথা বলেন সিএইচসিপি বিকাশ চন্দ্র। তিনি বলেন আমি আমার একটি কাজ থাকায় সুপারভাইজারের সাথে কথা বলে নূরনগরে গিয়েছিলাম। এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে এটা আমার জানা ছিল না। আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version