ফেব্রুয়ারি ১২, ২০১৯
শুরুতেই শিক্ষার্থী সঙ্কটে সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়
খুলনা অফিস : খুলনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরুতেই শিক্ষার্থী সঙ্কট। এই শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। শুধুমাত্র ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হলেও নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী পাওয়া যায়নি। বিদ্যালয়ের ভবন দেরিতে পাওয়া এবং একাডেমিক সেশন শুরু করতে দেরি হওয়ায় এমন অবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্প অনুযায়ী খুলনায় তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। তার মধ্যে রূপসা লবণচরাস্থ লবণচরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় একটি। ভিত্তিপ্রস্তর ওই নামে হলেও বর্তমানে স্কুলটির নাম পরিবর্তন করে শিক্ষক নিয়োগ ও ভর্তি কার্যক্রম চলছে সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় নামে। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যালয়টির ভর্তি ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু করা হয় গত ২৭ জানুয়ারি থেকে। এই কার্যক্রম শেষ করা হয় গত ৩ ফেব্রুয়ারি। বিদ্যালয়টিতে প্রথমবারের মতো ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞপ্তিতে প্রত্যেক শ্রেণিতে ১২০ জন করে সর্বমোট ২৪০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে উল্লেখ রয়েছে। যার মধ্যে প্রতি শ্রেণিতে শূন্য আসনের মধ্যে রয়েছে ছাত্র ৬০ জন ও ছাত্রী ৬০ জন। সর্বমোট একটি শ্রেণিতে ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়টিতে ২৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তি ফরম বিক্রি করা হয় ২৩০টি। বিক্রিকৃত সকল ফরম জমাও পড়ে। শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ভর্তি ফরম নেওয়া সকল শিক্ষার্থীর মধ্যে ২২৬ জন অংশগ্রহণ করে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ঠাকুরদাস তরফদার বলেন, এখনও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ মাসের শেষ দিকে শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হতে পারে। ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে রাখা হয়েছে ১৪২ জন। তার মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুই সেকশনে ১০৫ জন এবং সপ্তম শ্রেণিতে মাত্র ৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মানসম্মত শিক্ষার্থী না পাওয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তি হয়ে যাওয়ায় শিক্ষার্থী সঙ্কটের এই অবস্থা। 8,582,672 total views, 10,442 views today |
|
|
|