Site icon suprovatsatkhira.com

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: আফিল উদ্দিন

শার্শা (যশোর) প্রতিনিধি: সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে আমাদের ছেলে-মেয়েরা শুধু দেশেই নয়, বিদেশেও অবদান রাখতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা সদরে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, প্রজন্মকে এমনভাবে তৈরি করবেন যেনো তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। জনগণের জন্য নিজেদের বিলিয়ে দেয়ার মানসিকতা যেনো তারা অর্জন করতে সক্ষম হয়।
তিনি বলেন, এখানে লক্ষ্য রাখতে হবে দেশের সর্বত্র শিক্ষার সুযোগ তৈরি করা। গ্রামে গ্রামে বিদ্যাপীঠ গড়ে তোলা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। দেশে তো অনেক সরকার এসেছে, কই তারা তো দরিদ্রতার হার কমাতে পারেনি। আওয়ামী লীগ সরকার পেরেছে। ২০২১ সালের মধ্য বাংলাদেশের দরিদ্রতার হার ১৪ ভাগে নিয়ে আসতে সক্ষম হবে। আন্তর্জাতিক চক্রান্তের কাছে হার না মেনে নিজেদের অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করেছি। দেশে যদি জ্বালাও-পোড়াও রাজনীতি না হতো তাহলে দেশ আরো এগিয়ে যেতো। শুধুমাত্র দেশের জনগণের সহযোগিতায় দেশ এখন এগিয়ে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, চেয়ারম্যান হাদিউজ্জামান ।
আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলক, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াহেদুর রহমান ওহিদ, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালন করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি মুকুল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version