Site icon suprovatsatkhira.com

শার্শার ওসি এম মসিউর রহমানের আইজি পদক লাভ

শার্শা প্রতিনিধি: যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান পুলিশের আইজি পদক অর্জন করেছেন। মসিউর রহমান চাকরিতে যোগদানের পর থেকে জঙ্গিবাদ ও নাশকতা দমন, অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাস দমন, চোরাচালান পণ্য উদ্ধার, মাদক ব্যবসা নির্মূলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।
সম্প্রতি তিনি নারী ও শিশুবান্ধব ডেস্ক চালু করেন এবং শার্শা থানাকে একেবারেই মাদকমুক্ত করার জন্য পাইলট প্রজেক্ট হাতে নেন। সব মিলিয়ে কর্ম দক্ষতার গুণে তিনি এই বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান ১৯৯১ সালের ৮ জানুয়ারি ডিএমপিতে এসআই হিসাবে যোগদান করেন। তিনি চাকরি জীবনে ডিএমপি, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঢাকা, কিশোরগঞ্জ, মাদারীপুর, খুলনা ও সর্বশেষ যশোর জেলার শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত আছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান জানান, আমার কর্মএলাকার মানুষকে সেবা দিতে চাই। ভাল-মন্দ, সুখে-দুখে থেকে তাদের ভালবাসায় বিশ্বাসী হওয়ার জন্য আজ আমার এ অর্জন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version