Site icon suprovatsatkhira.com

যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ২, অনুপস্থিত ৬৬৯

যশোর প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে নকলের দায়ে দু’জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়নি বলে নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তিনি জানান, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৬০ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ১ লক্ষ ৫৯ হাজার ৮৭১ জন পরীক্ষায় অংশ নিয়েছে। নকলের দায়ে সাতক্ষীরার তালা কেন্দ্রে এক ও ঝিনাইদহের উত্তর নারায়ণপুর কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়নি খুলনায় ৮৪, বাগেরহাটে ৫৪. সাতক্ষীরায় ৭০, কুষ্টিয়ায় ১০৩, চুয়াডাঙ্গায় ২৫, মেহেরপুরে ৩১, যশোরে ১০৯, ঝিনাইদাহে ৯১, মাগুরায় ৫৭ ও নড়াইলে ৪৫ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে বলে দাবি করেন। বোর্ডের পরিদর্শক টিম নিয়মিত মাঠে থাকছে। কোন কেন্দ্র সচিব ও শিক্ষক-কর্মকর্তাদের উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version