যশোর প্রতিনিধি: অভয়নগরের বুইকারা গ্রামের এক শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৪ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টি এম মুসা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি হাসান অভয়নগর বুইকারা গ্রামের হায়দার আলীর ছেলে। এর আগে গত ২২ জানুয়ারি একই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দির্ঘদিন পলাতক থাকার পর সোমবার তিনি আদালতে আত্মসমর্পন করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এম ইদ্রিস আলী।
২০০২ সালের ২৪ জুন সন্ধ্যায় বাড়িতে ওই শিশু খেলা করছিল। এ সময় পাশের ভাড়াটিয়া হাসান আলী ওই শিশুকে টিভি দেখার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর হাসান আলী তার মুখে ভিতর গামছা দিয়ে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ ওই শিশু বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনদের জানায়। মেয়ের চিকিৎসা শেষে ৮ জুলাই ওই শিশুর পিতা বাদী হয়ে হাসান আলীকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পরে গত ২২ জানুয়ারি রায় ঘোষনা করা হয়।
যশোরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/