Site icon suprovatsatkhira.com

যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপণ্য বিষয়ক সেমিনার

যশোর প্রতিনিধি: যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপণ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) যশোর জেলা শাখা আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পণ্যের ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ ও প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বাইশিমাস যশোর জেলা সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, কল-কারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়–য়া, প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্ ও নাসিব যশোর জেলা সভাপতি সাকির আলী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউসেইপ বাংলাদেশের চিফ প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান ও স্বাগত বক্তব্য দেন, বাইশিমাস জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য দেন, বাইশিমাস কনসালটেন্ট মাসুম তালুকদার, যশোর জেলা কমিটির সাবেক সভাপতি কাজী কাদের অমিয়, আবু তালেব বাচ্চু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version