ফেব্রুয়ারি ২, ২০১৯
যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপণ্য বিষয়ক সেমিনার
যশোর প্রতিনিধি: যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপণ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচকরা বলেন, বাংলাদেশে প্রায় ৫০ হাজার কোটি টাকার ইঞ্জিনিয়ারিং পণ্য ও সেবার অভ্যন্তরীণ বাজার রয়েছে। এর মধ্যে আমদানিকৃত যন্ত্র ও যন্ত্রাংশের মূল্য প্রায় ২৯ হাজার কোটি টাকা। আর দেশের প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির প্রায় ৬৮ শতাংশ আমদানি করতে হয়। অথচ সরকার যদি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতি আন্তরিকতার হাত বাড়িয়ে মৌলিক সঙ্কটগুলো দূর করে দেয়, তাহলে দেশেই এসব যন্ত্রের সিংহভাগ উৎপাদন করা সম্ভব। শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) যশোর জেলা শাখা আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 8,613,482 total views, 5,139 views today |
|
|
|