Site icon suprovatsatkhira.com

যশোরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর প্রতিনিধি: দৈনিক যুগান্তরের ২০তম জন্মদিন উপলক্ষ্যে যশোরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগান্তর পাঠক ফোরাম স্বজন সমাবেশ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
যুগান্তরের জন্মদিনের শুভেচ্ছায় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর দেশের মানুষের কথা বলে। যুগান্তরের পাতায় সাধারণ মানুষের সুখ দুঃখ, নির্যাতনের চিত্র উঠে আসে। অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোস করে না। সাহসী সাংবাদিকতায় যুগান্তর অনেক দূর এগিয়েছে। আগামিতেও যুগান্তর দেশের মানুষের কথা বলবো, মানুষের পাশে থাকবো।
বক্তারা আরো বলেন, যুগান্তরের পথচলার ২০বছর হলো। বাংলাদেশ যতদিন থাকবে, যুগান্তর ততদিন টিকে থাকুক, মানুষের কল্যাণে কাজ করুক। পাঠকের ভালবাসায় যুগান্তর যুগ যুগ টিকে থাকবে স্বমহিমায়। আজকের এইদিনে যুগান্তরের জন্য শুভ কামনা রইল।
স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু, কলামিস্ট প্রবীন রাজনীতিক আমিরুল ইসলাম রন্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মনজু, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু।
এসময় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version