Site icon suprovatsatkhira.com

যশোরে বিমল রায় চৌধুরী’র নাগরিক শোকসভা

যশোর প্রতিনিধি: ভাষার মাসের প্রথম দিনে যশোরে ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা বিমল রায় চৌধুরী’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আয়োজক কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ কাজী আবদুস শহীদ লালের সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হিসেবে আজীবন নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বিমল রায় চৌধুরী। সেখানে কোন বিশেষ শ্রেণি বা মানুষের প্রতি তার কোন পক্ষপাত ছিল না। মানুষের শিক্ষার উন্নয়নে স্কুল মাদরাসা, মন্দির ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। চিকিৎসা সুবিধা উন্নয়নের সহয়োগিতায় কমিউনিটি ক্লিনিকে ভূমিদানসহ হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের জন্য নিজ দায়িত্বে ওষুধ সরবরাহ করে আর্তের সেবা করেছেন। ভাষার অধিকার আন্দোলনে জেল নির্যাতনের মুখোমুখি হয়ে লড়েছেন। জীবনের অগ্রযাত্রায় কোথাও আপোস করেননি।
শোকসভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. জহুর আহমেদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, অধ্যাপক নার্গিস বেগম, অধ্যাপক মশিউল আযম, আমিরুল ইসলাম রন্টু, জেলা সিপিবি সভাপতি অ্যাড. আবুল হোসেন, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সৎ সংঘের সভাপতি গোপাল অধিকারী, বিমল রায় চৌধুরীর মেয়ে বনানী ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সমাজসেবক মোস্তাফিজুর রহমান কবীর, বিমল রায় চৌধুরীর নাতি অতনু রায় চৌধুরী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version