Site icon suprovatsatkhira.com

যশোরে পুলিশের সোর্স ভেবে এক যুবককে পা ভেঙে দিল মাদক ব্যবসায়ীরা

যশোর প্রতিনিধি: যশোরে বদরুল বিশ্বাস ওরফে বদর বিশ্বাস নামে এক যুবককে বাঁশকলে দিয়ে পা ভেঙে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নূরপুর নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বদরুল নূরপুরের বাসিন্দা। সে পেশায় দর্জি।
আহতের বাবা জানান, রবিবার রাতে তার ছেলের কাপড় কেনার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু সন্ধ্যার পরে একই গ্রামের একজন ফোন করে বাজারে ডাকে। পরে ৫/৬ জন সেখান থেকে তাকে নিয়ে নূরপুর নদীর পাড়ে নিয়ে বাঁশকলে দেয়। এক পর্যায় বদরুল অজ্ঞান হলে দুর্বৃত্তরা তার কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ছেলের খোঁজে বের হলে বাজার থেকে খবর পেয়ে নদীর পাড় থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, বদরুলের ডান পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত রয়েছে।
এ ব্যাপারে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক বজলুন রশিদ টুলু জানান, বদরুলের একটি পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত রয়েছে। ব্যবস্থাপত্র দেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের সোর্স ভেবে একই এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী বদরুলকে প্রথমে বাঁশকল দেয়। পরে তাকে হাতুড়ি পেটা করে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, এ বিষয়ে কোনো অভিযোগ কেউ থানায় করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version