Site icon suprovatsatkhira.com

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্য রাতে হাড়িয়াঘোপ গ্রামের আবদুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনিন নাঈম (২৪)। তিনি উপজেলার নতুন মূলগ্রামের মশিয়ার রহমান সরদারের ছেলে। এ ঘটনায় গতকাল দুপুরে মশিয়ার রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাণ্ডারখোলা এলাকায় কয়েক দিন ধরে বিভিন্ন বাড়িতে গরু চুরির ঘটনা ঘটছে। চুরি ঠেকাতে এলাকাবাসী রাতে পাহারা দেয়া শুরু করে। গত সোমবার মধ্য রাতে হাড়িয়াঘোপ গ্রামের আবদুস সোবহানের বাড়িতে গরু চুরি হচ্ছে খবর পেয়ে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় আনিন ভাণ্ডারখোলা গ্রামে রাস্তার পাশে একটি টিউবওয়েলে আঘাত লেগে পড়ে যায়। গ্রামবাসীর গণপিটুনিতে সেখানেই তার মৃত্যু হয়।
কেশবপুর থানার ওসি মো. শাহিন জানান, গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে আনিন নাঈম নামে এক যুবক নিহত হয়েছে। পার্শ্ববর্তী সাতক্ষীরার কলারোয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version