মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ করে মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি, চুরি-ডাকাতি, খুন-জখম প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার পুনঃপ্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সদস্যগণ তাদের বক্তব্যে এ ধরনের প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রাণী দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শাহানাজ, বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন।
ইউপি চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, মশিউর রহমান, শামছুল হক মন্টু, বিপদ ভঞ্জন পাড়ে, পৌর কাউন্সিলর গীতা রাণী কুন্ডুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মণিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/