ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাড়দ্দহা বিলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আরাফাত তপুর সভাপতিত্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, চাষাবাদের মাধ্যমে কৃষি জমির ব্যবহার বাড়াতে হবে। দিন দিন দেশের জনসংখ্যা বেড়েই চলেছে। একই সাথে জমির পরিমান কমে যাচ্ছে। সেজন্য স্বল্প জমিতে উচ্চফলনশীল জাত ফলাতে হবে। স্বল্প সময়ে অধিক ফলনে বিনা সরিষার বিকল্প নেই। দেশের সকল মানুষকে সুস্থ থাকতে হবে। সোয়াবিন তেল মানব দেহের বিভিন্ন ক্ষতি করে। এজন্য ভোজ্য তেল হিসাবে সরিষার তেল ব্যবহার করতে হবে। দিন দিন মানুষ রান্নাসহ বিভিন্ন কাজে সরিসার তেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। সরিষার অধিক ফলনের জন্য দিন দিন কৃষকরা বিনা সরিষা চাষে ঝুঁকছে। হাড়দ্দহাসহ জেলার বিভিন্ন এলাকায় বিনা সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, উপসহকারি কৃষি অফিসার আরুফা সুলতানা প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বিনাসরিষা-৪ এর চাষাবাদকারী কৃষক মো. সাইফুল ইসলাম, আবু তালেব, নুরুল আমিন, মিজানুর রহমান প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের দেড় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।