Site icon suprovatsatkhira.com

ব্যবসায়ে সততা নিশ্চিতের দাবিতে সুলতানপুর বড় বাজারে অভিনব প্রচারণা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ীদের সচেতন করতে নাগরিক আন্দোলন মঞ্চ অভিনব প্রচারণা চালিয়েছে।
শুক্রবার (০৮ ফেব্রয়ারি) সকালে নাগরিক আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ ‘ব্যবসায়িক সততা ও স্বচ্ছতা নিশ্চিত করুন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল মেশাবেন না, প্রাণ সায়র খালে বর্জ্য ফেলবেন না, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় করবেন না, মাছ মাংস, ফল-মূল ও শাক সবজিতে ক্ষতিকর রাসায়নিক না মেশানো’র অনুরোধ জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় সাতক্ষীরার নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বাজারের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, সদস্য মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, স্বপন কুমার শীল, এম এ জলিল, মশিউর রহমান পলাশ, অধ্যক্ষ শিব পদ গাইন, সায়েম ফেরদৌস মিতুল, রওনক বাসার, সাদিয়া পারভীন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version