Site icon suprovatsatkhira.com

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এ অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ ননএমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, পবিত্র কুমার মন্ডল, হুমায়ন কবীর, সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এ অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তকরণের জোর দাবি জানান।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মাারকলিপি পেশ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version