Site icon suprovatsatkhira.com

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার করেছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃত চন্দন কাঠের দাম প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হয়েছে।
আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদে জানতে পেরে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version