Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে শুশুক সংরক্ষণে সচেতনামূলক সভা

Exif_JPEG_420

এসএস সাহেব আলী, গাবুরা: ‘শুশুক-ডলফিন থাকে যদি ভাল থাকবে মোদের নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ফেব্রুয়ারি) সকাল ১০টায় নীলডুমুরের সিএনসি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি রেঞ্জ কর্মকর্তা বেলাল হোসেন, প্রজেক্ট ফ্যাসিলেটর জোবায়ের হুসনি ফাহাদ, স্মরন কুমার চৌহান, শহিদুল ইসলাম সাইট ইনচার্জ, ফিল্ড ফ্যাসিলেটর পিন্টু কুমার গুহ, কমিউনিটি অর্গানাইজার মশিউল আলম বিশিষ্ট সমাজসেবক মাস্টার মুজিবর রহমান, রুহুল আমিন আব্দুল হাকিম, পিএফ সভাপতি আব্দুর রশিদ গাজী প্রমুখ।
সভায় শুশুক সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে এলাকার জেলে, বাওয়ালী, সিএসসি সদস্য, ভিসিএফ সদস্য, পিএফ সদস্যসহ স্থানীয় মৎসজীবীদের সাথে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version