বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার বিশেষ অভিযানে ৩টি অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদার সঙ্গীয় ফোর্সসহ শ্যামনগর থানাধীন পার্শ্বেমারী এলাকাস্থ কপোতাক্ষ নদ হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ৩টি জাল উদ্ধার করেন। ২৪০০ মিটার দীর্ঘ এই জালের বাজার মূল্য ৪৮ হাজার টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে বুড়িগোয়ালিনী নৌ থানার কনস্টেবল আশিষ দাস, মোজাম্মেল হক, ফরিদ উজ জামান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. ফারুক হোসাইন সাগরের অনুমতিক্রমে বুড়িগোয়ালিনী নৌ থানা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।
5,727,071 total views, 4,531 views today