Site icon suprovatsatkhira.com

বসুন্দিয়ায় আন্তঃমাধ্যমিক বিদ্যালয় জাতীয় সংগীত প্রতিযোগিতা

উসমান গণি, বসুন্দিয়া: যশোর সদরের বসুন্দিয়ায় আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় সমগ্র বাংলাদেশে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া জাতীয় প্রতিযোগিতার অংশ হিসাবে বসুন্দিয়া ইউনিয়নের ১৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা ও কলেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিচারক হিসাবে জগন্নাথপুর স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল আহসান বাবলু নেতৃত্বে ৩ সদস্য। প্রতিযোগিতায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রথম, বনগ্রাম গাইদগাছি দাখিল মাদ্রাসা ২য় এবং বসুন্দিয়া মডেল মাদ্রাসা ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের নিকট পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম বজলুর রশীদ। এছাড়াও ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতানুষ্ঠানের পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন স্বাগতিক প্রতিষ্ঠানের সুপার কামরুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version