Site icon suprovatsatkhira.com

বসুন্দিয়ার আলফা টোব্যাকোতে ডিবির অভিযান

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে অবস্থিত এক সময়ের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আলফা টোব্যাকো ম্যা. কো. লি. এ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কোতয়ালী মডেল থানার ডিবি অফিসার মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। নিজস্ব মেশিনে অবৈধভাবে সিগারেটের নকল লেভেল বা রেভিনিউ স্ট্যাম্প তৈরিসহ অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে তা গোপনে বিক্রি করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের এ অভিযানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অভিযান চলাকালীন আলফা মিলের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে গেটের পাহারাদাররা তাদেরকে ভেতরে ঢুকতে না দিয়ে গেটে তালা ঝুলিয়ে রাখেন। সাংবাদিকরা ১ ঘন্টা ৬ মিনিট দাঁড়িয়ে থাকার পর ডিবির দল বেরিয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছি। এখানে তেমন কোন কিছুই পাওয়া যায়নি”। সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আবারও ফ্যাক্টরির অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে ফ্যাক্টরী ইনচার্জ মোখলেছুর রহমান তাদের প্রবেশে জোরালো বাধার সৃষ্টি করেন। “এক ঘন্টারও বেশি সময় ভিতর থেকে গেট বন্ধ রেখে কি হলো?” এমন প্রশ্নে অনেকটা বিব্রত ও নিরুপায় হয়ে তিনি সাংবাদিকদের ফ্যাক্টরির অভ্যন্তরে প্রবেশের সুযোগ দেন, কিন্তু কোন ছবি তোলা যাবে রনা বলে জানিয়ে দেন। সাংবাদিকরা ভিতরে প্রবেশ করে কৌশলে ক্যামেরায় ছবি ধারণ করেন। সাংবাকিদেরকে মাত্র ১টি কক্ষে প্রবেশের অনুমতি দেয়া হয়। সেখানে দেখা যায় ১২৮ কার্টন ইনটেক ও ৭ কার্টন খোলা বেশ কয়েক রকমের ব্রান্ড এবং রেভিনিউ স্ট্যাম্প রয়েছে। অনেক কার্টনের মধ্যে ৯৫১নং কার্টনে একলক্ষ সাত হাজার পাঁচ’শ টি ব্রান্ড লেভেল, ৭৫৮ নং কার্টনে দুই লক্ষ পঁচিশ হাজার রেভিনিউ স্ট্যাম্প দেখা গেছে। উল্লেখ্য, উতোপূর্বে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে জাল বা নকল রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের একাধিক সংবাদ প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে সম্পূর্ণ বন্ধ অবস্থায় পড়ে থাকা সত্বেও উল্লেখিত কার্টন, স্ট্যাম্প সবকিছুই রয়েছে একেবারেই নতুন। এখানে সকলের চোখ ফাঁকি দিয়ে বড় ধরনের কোন অবৈধ কার্যক্রম চালানো হয় বলে সচেতন মহলের ধারণা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version