Site icon suprovatsatkhira.com

ফিংড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে একযোগে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় সাদা-কালো ও রঙ্গিন পোস্টার সাজিয়েছে। তাছাড়া অভিভাবকরাও বিদ্যালয় আঙ্গিনায় নিজ নিজ প্রার্থীদের পক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ভোট দেয়ার বিষয়ে কথা বলছেন। বুবার ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই। প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী জয়ী হবে। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়ণসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে জানান শিক্ষকরা। ফিংড়ী ইউনিয়নের স্লুতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস.এম মফিজুল ইসলাম বলেন, শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্যই এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version