ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮জন, কলারোয়া থানা থেকে ৫জন, তালা থানা থেকে ৫জন, কালিগঞ্জ থানা থেকে ৮জন, শ্যামনগর থানা থেকে ৯জন, আশাশুনি থানা থেকে ৮জন, দেবহাটা থানা থেকে ৪জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এছাড়া নতুন ৪টি মামলা দায়ের করা হয়েছে।