ফেব্রুয়ারি ১২, ২০১৯
পাটকেলঘাটায় কুল চাষে মনিরুজ্জামানের অভাবনীয় সাফল্য
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় কুল চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন থানার মিঠাবাড়ী গ্রামের মৃত শেখ আয়ুব আলীর ছেলে শেখ মনিরুজ্জামান। তিনি নিজের ১ বিঘা জমিসহ ৩ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করেছেন। তিনি ২ বিঘা জমি বছরে ২০ হাজার টাকা দরে লিজ নিয়ে কুল চাষ করেন। কুলের চাষ করতে তার বিঘা প্রতি ২৫ হাজার টাকা খরচ হয়েছিল। এ বছর বিঘা প্রতি দেড় লক্ষ টাকা আয় করেছেন। মৌসুমের শুরুতে প্রতি কেজি কুল ১৩০ টাকা দরে বিক্রি করেছেন। বর্তমানে ৪৫-৫০ টাকা কেজি দরে বিলিয়াতি ও আপেল জাতের কুল বিক্রি করছেন। ক্ষেত থেকে বিঘা প্রতি ৫০ মণ কুল তিনি পাচ্ছেন বলে জানান। এতে তার আয় হয় প্রায় ৩ লক্ষ টাকা। এ কুল চাষ করে লাভবান হওয়ায় তিনি বাড়িতে একটি পোল্ট্রির খামার করেছেন। ব্যাপক সাফলতা পাওয়ায় আগামী বছর আরও কয়েক বিঘা জমিতে তিনি বিভিন্ন জাতের কুল চাষ করবেন বলে জানান। 8,609,754 total views, 1,411 views today |
|
|
|