ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য রমজান আলী শেখের বাড়িতে তাদের সংবর্ধনা দেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ধানদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ চন্দ্র সরকার, তালা উপজেলা কমান্ডার মফিজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন আলী, নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার গাজী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, আব্দুল মান্নান খাঁ, রেজাউল করিম খান, আব্দুর রাজ্জাক, ডা. দুর্গাপদ ঘোষ, পরিমল কান্তি ঘোষ, মো. কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য রমজান আলী শেখ প্রমুখ।
বক্তারা একাত্তরের স্মৃতিচারণ করে বলেন, এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা ভূমিকা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে, সেজন্য এধরণের সভা-সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
পাটকেলঘাটার পাঁচপাড়ায় ৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/