Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় চিংড়ি ঘের থেকে ৩২ গ্রেনেড উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার চিংড়ি ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের পূর্ব বিলে একই এলাকার সবুর সরদারের ছেলে কামাল হোসেন গত ৩ বছর সাড়ে ৫ বিঘা জমিতে চিংড়ি ঘের করে আসছিলেন। ওই ঘেরের মধ্য থেকে চলতি বছর একই এলাকার মৃত নেছার সরদারের ছেলে আবুল হাসান ১০ কাঠা জমি বের করে নিয়ে বাঁধ দেওয়ার কাজ শুরু করে। রোববার সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক বাঁধ দেওয়ার সময় মাটি কাঁটতে গিয়ে কাঁঠের বক্সের মধ্যে ৩২টি গ্রেনেড দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, উদ্ধারকৃত গ্রেনেডগুলো পুলিশি হেফাজতে নিয়ে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়। দুপুরের দিকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত গ্রেনেডগুলো পরীক্ষা-নিরীক্ষা করে। তা কতদিনের পুরাতন এবং কি কারণে রাখা হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এমদাদুল হক জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version