Site icon suprovatsatkhira.com

নওয়াপাড়ায় একদিকে পুলিশ সেবা সপ্তাহ অন্যদিকে চুরির হিড়িক

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি: একদিকে চলছে পুলিশ সেবা সপ্তাহ অন্যদিকে নওয়াপাড়া বাজারে চোরের উপদ্রব বেডেছে। একের পর এক চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জুম্মান টি স্টলের তালা ভেংগে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। এছাড়াও গত ২০ জানুয়ারি একই স্থানের সুপার ইলেকট্রনিক্সের তালা ভেঙ্গে চারটি কম্পিউটার বক্স ও নগদ পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। একই রাতে নওয়াপাড়া বাজারে আরও দু’টি দোকান চুরি হয়েছে। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চুরি হওয়া টি-স্টলের মালিক জুম্মান হোসেন বলেন, শনিবার প্রতিদিনের মতো বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রবিবার সকালে দোকান খুলে দেখি দোকানের তালা ভাঙ্গা। চোরেরা ভেতরে ঢুকে গভীর রাতে দোকানে থাকা নগদ ৬ হাজার টাকা ও আনুমানিক এক লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি অভয়নগর থানায় জানালে এস আই জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি দোকান চুরি হয়েছে। চোর ধরার জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version