Site icon suprovatsatkhira.com

তালায় কবি সিকান্দার মেলার প্রস্তুতি সভা

তালা প্রতিনিধি: তালায় কবি সিকান্দার আবু জাফরের জন্মশতবার্ষিকী ও সিকান্দার মেলা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, সাতক্ষীরার এনডিসি দেওয়ান আকরামুল হক, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা সাস পরিচালক ঈমান উদ্দিন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা, বাবুরালী গাজী প্রমুখ।
এসময় আলোচকরা বলেন, কবি সিকান্দার আবু জাফর ছিলেন বাংলা সাহিত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলা সিকান্দার মেলায় কোন প্রকার অশ্লীল কিছু প্রদর্শন করা যাবে না। মেলা পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version