ফেব্রুয়ারি ১৪, ২০১৯
তালার চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন
![]() তালা প্রতিনিধি: তালায় উৎসবমুখর পরিবেশে চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬৪ ভোটরের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করে। ৭টি পদের বিপরীতে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে তিনজন প্রার্থী একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন প্রিজাইডিং অফিসার, ২জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ জন পলিং অফিসার দায়িত্ব পালন করেন। তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভোট কেন্দ্র পরিদর্শন করেন। 5,727,060 total views, 4,520 views today |
|
|
|