ফেব্রুয়ারি ১২, ২০১৯
টিন, সিমেন্ট শিটের চেয়ে দাম বেশি: বাজার হারিয়েছে সুন্দরবনের গোলপাতা
![]() আহসানুর রহমান রাজীব: এক দশক আগেও দক্ষিণ পশ্চিশ উপকূলীয় অঞ্চল জুড়ে গোলপাতার ঘরের প্রচলন থাকায় এর চাহিদাও ছিল বেশ। সময়ের আবর্তনে বদলে গেছে সেই দৃশ্যপট। বর্তমানে ঘর তৈরিতে গোলপাতার পরিবর্তে প্রচলন বেড়েছে টিন ও সিমেন্ট শিটের। এতে বাজার হারিয়েছে সুন্দরবনের গোলপাতা। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত গোলপাতা সংগ্রহের মৌসুম। কয়েক বছর আগেও এই সময়জুড়ে সুন্দরবনের গোলপাতা কূপগুলোতে ব্যস্ত সময় কাটাতেন বাওয়ালিরা। তবে এবার সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শেষের দিকে চলে এলেও বাওয়ালিদের তেমন সাড়া পাওয়া যায়নি। বাজারে চাহিদা না থাকায় গোলপাতা সংগ্রহে আগ্রহ কমে গেছে তাদের। ফলে সুন্দরবনে চলতি গোলপাতা সংগ্রহ মৌসুমে গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা পূরণের শংকায় বনবিভাগ। 5,716,746 total views, 1,764 views today |
|
|
|