Site icon suprovatsatkhira.com

জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কুমিরা মহিলা ডিগ্রি কলেজে আগামী ১ বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী ও সাতক্ষীরা সিটি কলেজের সিনিয়র রোভার মেট হাবিবুল্লাহ হাবিব।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৩ জন। এর মধ্যে ইয়াকুব আলী ১৯ ভোট পেয়ে জেলা সিনিয়র রোভার মেট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুলল্লাহ পান ১৪ ভোট। গার্লস ইন সিনিয়র রোভার মেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কুমিরা মহিলা কলেজের সিনিয়র রোভার মেট সুমাইয়া সুমি ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভার মেট মাহফুজা খাতুন। নির্বাচনে সুমাইয়া সুমি ২৭ ভোট পেয়ে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোভার নেতা সাইদুল হক ও লিয়াকত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার ইমদাদুল হক, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আবু তালেব, রোভার নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন কলেজের রোভার নেতা, রোভার স্কাউটস ও গার্লস ইন রোভারমেটবৃন্দ। নব গঠিত জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিরা জেলা রোভারের কমিশনার ও সম্পাদকসহ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও সহযোগিতা কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version