Site icon suprovatsatkhira.com

জাতীয় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় শার্শার উদ্ভাবক মিজান দ্বিতীয়

বেনাপোল প্রতিনিধি: জরুরী অ্যাম্বুলেন্স তৈরি ও পানিতে ডুবে শিশু মৃত্যু রোধক ভিন্ন ধরণের সংকেত প্রদানের ডিভাইস তৈরি করে দ্বিতীয় সেরা উদ্ভাবকের পুরস্কার অর্জন করেছেন যশোরের শার্শার মিজানুর রহমান।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আয়োজনে ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার সমাপনীতে শিল্পোদ্যোক্তা পর্যায়ে সাফল্যের সাথে অংশগ্রহণ করা ও পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় যশোরের উদ্ভাবক মিজানকে পদক, সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি তার হাতে নগদ অর্থ, পদক ও সার্টিফিকেট তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version