ফেব্রুয়ারি ১৩, ২০১৯
চৌগাছার সেলিম রেজার দুটি কিডনি বিকল, সাহায্যের আকুতি
![]() যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছার ফুলসারা গ্রামের সেলিম রেজার (৫৮) দুটি কিডনি বিকল হয়ে পড়ায় এখন তিনি মৃত্যুর প্রহর গুণছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তিনি বর্তমানে যশোর কুইন্স হাসপাতালের চিকিৎসক উবায়দুল কাদির উজ্জলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। প্রতি সপ্তাহে ৩ বার করে তার ডাইলসিস করতে হচ্ছে। প্রায় দশ বছর ধরে তার চিকিৎসা করতে গিয়ে সহায় সম্বল সব কিছু শেষ হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সদা হাস্যোজ্জল সবার প্রিয় ব্যক্তি সেলিম রেজা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। তাই সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন মৃত্যু পথযাত্রী সেলিম রেজার স্বজনরা। 5,686,524 total views, 1,443 views today |
|
|
|