Site icon suprovatsatkhira.com

খেদাপাড়া ইউপি’র উপনির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক নির্বাচিত

খেদাপাড়া (মণিরামপুর) প্রতিনিধি: কোন প্রকার সহিংসতা ছাড়াই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউপি’র উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস.এম আব্দুল হক (আনারস) প্রতীকে ৪ হাজার ৪’শ৬২ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৩’শ ৪৯ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩’শ৭৮ ভোট এবং আশিকুর রহমান (টেবিল ফ্যান) প্রতীকে পেয়েছেন মাত্র ৪৮ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সহিদুর রহমান জানান, খেদাপাড়া ইউপি’র উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিয়নে মোট ২০ হাজার ৬’শ৯২জন ভোটারের মধ্যে ১০ হাজার ৩’শ ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১’শ ০৫টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর খেদাপাড়া ইউপি চেয়ারম্যান সরদার মুজিবর রহমানের মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version