ফেব্রুয়ারি ১২, ২০১৯
খুলনা মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ
![]() খুলনা অফিস : খুলনা মেডিকেল কলেজের কে-২৪ ব্যাচের (৫ম বর্ষ) ছাত্র আল মাহমুদ সাকিব বিগত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলগুলিও বন্ধ। সাথে ছিল একটি কালো রংয়ের লিভো মোটর সাইকেল এবং একটি ল্যাপটপও। গত বৃহস্পতিবার বিকেলে খুমেকের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছাত্রাবাস থেকে তার এক বন্ধুর সাথে দেখা করার কথা বলে বের হন বলে তার সহপাঠীরা জানান। পিতা-মাতার একমাত্র ছেলে সাকিবকে হারিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কিন্তু শনিবার পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে কোন চক্র অপহরণ করতে পারে বলেও অনেকে ধারণা করছেন। এ ব্যাপারে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় সাকিবের মামা ইসমাইল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। 5,697,156 total views, 792 views today |
|
|
|