ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খানজাহান আলী থানা তাঁতীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিরোমণি ৩৪নং ওয়ার্ড তাঁতীলীগের নিজস্ব কার্যায়ের থানা তাঁতীলীগের আহাবায়ক বিপ্লব হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর তাতীঁলীগের আহবায়ক সাব্বির আহম্মেদ শুভ। বিশেষ অতিথি ছিলেন মহানগর তাঁতীলীগের সদস্য সচিব মোস্তফা কামাল, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান অভি, মহানগর তাতীলীগ নেতা মিঠু দে। থানা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক হোসনে আরা বেগমের পরিচালনায় বক্তৃতা করেন, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বায়জিত সরদার, মো. হায়দার আলী, বঙ্গবন্ধু জাতীয় যুব পর্ষদ খানজাহান আলী থানার সভাপতি শেখ ইমরান হোসেন, বিল্লাল, মো. সুমন, লাভলু, রুবেল, সিরাজ, রুহল, আলামিন, সোহান, লবি, ইমদা, আরিফুল, রাজু, পলাশ, সুজন, তৌকির, সম্রাট, নাহিদ, সোহাগ, শামির, সেলিম, নজরুল, লিটু, ইয়াছিন প্রমুখ।
8,703,599 total views, 532 views today