Site icon suprovatsatkhira.com

কয়রায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ‘জাতি বৈচিত্র্যের বাংলাদেশে, থাকবো সবাই মিলেমিশে’ এই শ্লোগানকে ধারণ করে শনিবার খুলনার কয়রা উপজেলা আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। উদ্বোধন শেষে আদিবাসীদের অংশগ্রহণে সুসজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কয়রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা সম্মেলনস্থলে এসে সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সদস্য নিলীমা চক্রবর্ত্তী, রিলিফ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার এমএম কবীর মামুন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, কয়রা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান, রিলিফ ইন্টারন্যাশনালের অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন কোঅর্ডিনেটর রবিউল হাসান, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট রাশিদুল হাসান, আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতা ধীরেশ মাহাতো নিরাপদ মুন্ডা, উজ্জ্বল মুন্ডা, সাধনা মুন্ডা, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার প্রোগ্রাম অফিসার দীপঙ্কর বিশ্বাস প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপঙ্কর সাহা এবং সুমিত্রা মুন্ডা।
সভায় বক্তারা আদিবাসীদের মানবাধিকার রক্ষার পাশাপাশি তাদের উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, সরকার আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে নিজেদের উন্নয়নে তাদেরকেও এগিয়ে আসতে হবে নিজেদের উদ্যোগে। বক্তাগণ আরো বলেন, আদিবাসীরা বাংলাদেশের বৈচিত্র্য। তাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ এখন দরিদ্র দেশের তালিকা থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এখন সময় সামনে এগিয়ে যাবার। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতায় আদিবাসী বাঙালি সবাইকে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। গঠন করতে হবে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার বাংলাদেশ। স্বপ্নের সোনার বাংলাদেশ। সভায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতৃবৃন্দ তাদের কয়রা ঘোষণা উত্থাপন করেন। কয়রা ঘোষণা ২০১৯ এর মাধ্যমে তারা এই উপজেলার আদিবাসীদের উন্নয়নের পাশাপাশি তাদের মানবাধিকার রক্ষার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ ব্যক্ত করে। আলোচনা শেষে কয়রা আদিবাসী সাংস্কৃতিক দলের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version