Site icon suprovatsatkhira.com

কৈখালীতে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুরে সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাদবপুর গ্রামের মোমিন আলীর ছেলে, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দৈনিক সাতক্ষীরার বার্তার সাংবাদিক শেখ আলী মোর্তেজা বাদী হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। সরেজমিনে ও এলাকা সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সালাউদ্দীন শেখ, মৃত সোহরাব শেখের ছেলে খলিল শেখ, মৃত ইয়াকুব শেখের ছেলে ফরহাদ শেখ, মৃত ইয়াকুব শেখের ছেলে আশরাফ শেখ নিজেদের স্বার্থে পাবলিক হেলথ্ পরিচালিত পিএসএফের আওতায় খাবার পানির পুকুর থেকে পানি উত্তোলন করে ধান ও আলুর চাষাবাদ করছে। যার ফলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম ফেসবুকে লেখালেখি হলে শুক্রবার সকাল ৯টার দিকে দৈনিক পত্রদূত পত্রিকার সাংবাদিক মনির হোসেন, আকতার হোসেন এবং দৈনিক সাতক্ষীরার বার্তা পত্রিকার সাংবদিক শেখ আলী মোর্তেজা সংবাদ সংগ্রহের জন্য দীঘির পাড়ে উপস্থিত হয়ে ক্যামেরায় ছবি ধারণ ও এলাকার জন সাধারণের সাথে আলাপ করতে থাকেন। এ সময় সালাউদ্দীন ছুটে এসে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিসহ মারতে উদ্যত হয় এবং সাংবাদিক মনিনের কাছে থাকা কেনন ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় শেখ মুজিবর রহমান, মোকারকসহ অনেকে উপস্থিতিতে সালাউদ্দীন ক্যামেরা নিয়ে চলে যায়। ঘটনাটি পরিষদ সংলগ্ম হওয়ায় ওই সময়ে কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানার পরে সালাউদ্দীনের সাথে জিজ্ঞাসাবাদ করলে সে চেয়ারম্যানের সাথে খারাপ আচরণ করে। এ সময় চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। এলাকাবাসী জানান, সালাউদ্দীন মাদক সেবনকারী এবং তার চাচাত ভাই প্রশাসনের সদস্য হওয়ায় সে কাউকে তোয়াক্কা করে না। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version