কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: গ্রামের হতদরিদ্র পরিবারের সহযোগিতার জন্যে কৃষ্ণনগর ইউনিয়নে নবযাত্রা প্রকল্পের ওয়াশ কম্পোনেন্টের রিং স্লাব তৈরি কাজের উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী অধিকারী কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা। ইউপি সদস্য জবেদ আলী, আফছার, মহিলা মেম্বর রাশিদা খলিল, ওয়াল্ড ভিশন বাংলাদেশের মাঠ অফিস ব্যবস্থাপক আশিষ কুমার হালদার, কাজের প্রকৌশলী আবুল খায়ের, কালিগঞ্জ থানা ওয়াশ কম্পোনেন্টের দায়িত্ব প্রাপ্ত সংগঠক সামিউল আলম, ইউনিয়নের ওয়াশ কম্পোনেন্টের দায়িত্ব প্রাপ্ত হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।