কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নজিবুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবার রহমান। এসময় তার মাগফেরাত কামনা করে দোআ পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আবুল খায়ের।
উল্লেখ্য, নজিবুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের আপন ভাই। তিনি ২০১৬ সালের ২৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।