Site icon suprovatsatkhira.com

কবিতা: মানবতা

সহনশীল ধৌর্য -জ্ঞান বুদ্ধি মত্তা,
যাকে তাকে দান করেন না মহান সেই সত্ত্বা।
আছে যার এই গুণ নাম মানবতা,
খুশি হন ভূমন্ডলের আসল সেই কর্ত্তা।
মানবতা এমন গুন অনন্তকাল রয়,
ইতিহাস স্বাক্ষী দেয় তার হবে না ক্ষয়।
সবকিছু দিছে যারা মানবতার তরে,
মহানুভবতার আসন দিবেন বিধাতা তারে।
যখন কিছু থাকবে না দুনিয়ার কামাই,
মানবতার জোরে তাকে করে দিবেন জামাই।
মানবতার এমন গুণ ভাবিনী কোনদিন,
মানবতা আঁকড়ে থাক মানব অথবা জ্বীন।
ধরনির পরে কদিনের তরে এসেছো একদিন,
যেতেই যে হবে তা কি ভেবেছো কোনদিন।
কোথায় যাচ্ছো কি নিয়ে যাচ্ছো ভেবেছো কি একবার,
কিছু নিয়ে যাও তা দেখে খুশি হবেন মহান আকবর।
মানবতা যদি থাকে তোমার অন্তরে,
পরকালে থাকবে তুমি মহামানবের তরে।
মানবতার পৃথিবী হোক সকল ভিদাভেদ ভুলে,
আল্লাহর কাছে কামনা করি হাত দু খানি তুলে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version