ভালবাসার নেই কোন আইন, বিধি বা ধর্ম,
ভালাবসায় নেই শৃঙ্খলা, সে সম্পূর্ণ স্বাধীন,
তাই ভালবাসা সর্বদা অবৈধই হয়,
যুগ যুগ ধরে প্রেম বেঁচে আছে মানবসত্তায়
থাকবে অনন্তকাল,
ভালবেসে দুটি মন এক হয়ে যায় গণিতের সূত্র ভেঙে
দুটি দেহ হয় কাছাকাছি,
ভালবাসা শুরু গণিত দিয়ে, ফিজিক্সকে অতিক্রম করে
কেমিস্ট্রিতে এসে হয় সমাপন,
দর্শন সমাপ্ত করে ভালবাসা পরিণত হয়।
পরিণত ভালবাসা নিজেই এক ধর্ম, অনন্য সত্তা,
বিয়ে হল এক কন্ট্রাক্ট, আইন দিয়ে বাঁধা,
প্রেম তাই আলাদা এক পথ।
প্রেমের পৃথিবীটা এই সমাজ, ধর্মের নয়,
তাই তো, প্রেমিকের কাছে কলঙ্ক এক অমীয় সূধা,
প্রেম হলেই বিয়ে হতে হবে এমন শর্ত নেই,
কারণ প্রেম শর্তের অসীম সীমানায়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/