Site icon suprovatsatkhira.com

কবিতা: বিসর্জন

একদিন সন্ধ্যায়, নিকশ কালো আঁধারের মাঝে
সে এবং আমি- পিচ ঢালা পথের বাঁকে নির্বাক প্রায়
ক্ষণকাল দাড়িয়ে অতঃপর যার যার পথে হাটা,
রাত্রির নির্জনতা ভেঙে খটখট চলার শব্দ
এ যেন বিষণ্ম হাহাকার, শূন্যতার কাফনে মোড়ানো সত্যিকার বিসর্জন।
দাড়িয়ে ছিলাম বহুক্ষণ, অনন্ত কালও হবে বুঝি,
এই প্রথম বুঝলাম সব চাওয়া হয় না পূরণ,
বুকের মধ্যে বিক্ষিপ্ত কষ্টের টানাটানি
আজন্ম প্রাপ্তি পূর্ণতার মাঝে বিরামহীন শূন্যতা।
কী বলে ফিরিয়ে দিলে, সুখ স্বপ্নের আহবান,
সুন্দরকে স্পর্শের লালিত আকাক্সক্ষা-
কালো মেয়ে, অধিক কালো চোখের মধ্যে খেলা করে
ডুব সাঁতার! নাকি গৌরবের আত্মহনন?
ধুসর ঠোঁটের ভাঁজে নীল হয় নেশার বুদবুদ
শূন্যে মিলে যায় চুম্বনের শব্দ।
তবুও কী একাকার হবে?
রাত্রির বাসরে মিলে যাবে শরীর
সব দ্বিধা ভুলে দুহাত বাড়াবে প্রার্থনায়-
এইতো আমি পৃথিবীর আদিম উষ্ণতা বুকে নিয়ে দাড়িয়ে গেলাম
উত্থিত যৌবন উঠুক দুলে ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version